Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবসমাজকে বিপথগামী থেকে বিরত রাখার আহ্বান রাসিক মেয়রের

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


যুবসমাজকে বিপথগামী থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার (৪ মার্চ) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে 'ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশ' এর ৭তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লিটন আরো বলেন, যুবসমাজের অনেকে নানাভাবে বিপথগামী হয়েছে। কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। তাহলে বাংলাদেশ কাদের হাতে দিয়ে যাব? কেননা যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয় যুবসমাজের নানাবিধ দিকে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার আয়োজনে অধিবেশনে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী ও টিআইবির চেয়ারম্যান সুলতানা কামলা বলেন, তরুণরাই সমাজের প্রতিনিধি। সমাজে তরুণদের প্রতিনিধিত্বশীল মনোভাব তৈরি করতে হবে। কেননা তরুণদের দৃষ্টিভঙ্গির উপরই দেশ গড়ে ওঠা সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

সভায় সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। যুব সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এ্যাডভোকেট সুলতানা কামাল। যুব স্পিকার ছিলেন ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী। সরকার দলের প্রধান ছিলেন, রয়েল বিশ্বাস ও বিরোধী দলীয় প্রধান আয়াতুল ইমরান।

সংসদ অধিবেশনে বাংলাদেশের প্রতিটি আসন থেকে এক জন করে ৩০০ যুব সংসদ সদস্য অংশ নেন। এ অধিবেশনটি আইসিটি, গুড গভারমেন্ট, এসডিজি উপর মুক্ত আলোচনায় তিনটি সেশনে অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview