Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার মিরপুর শপিং কমপ্লেক্সে ‘ভয়াবহ’ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত মিরপুর শপিং কমপ্লেক্সের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি মিরপুর-২ নম্বরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীতে বলে জানা গেছে।

আজ সোমবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, বিকাল ৪টার সময় আমারা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।

এ পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

তাৎক্ষণিকভাবে ফায়ার সর্ভিস ওই শপিং কমপ্লেক্সের নাম জানাতে না পারলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সেটি মিরপুর শপিং কমপ্লেক্স।

Bootstrap Image Preview