Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেপরোয়া গাড়ি চালানোর বিরোধিতা করায় জবি ছাত্রকে মারধর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বেপরোয়া গাড়ি চালানোর বিরোধিতা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে পরিবহন শ্রমিকেরা। জখম হওয়া শিক্ষার্থী সাকিব অংকুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, সকালে ‘ব্রাদার্স সেন্ট্রাল’ পরিবহনে করে মোহাম্মদপুর থেকে ক্যাম্পাসে আসার পথে হাজারীবাগে বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় অংকুরের উপর ক্ষিপ্ত হয় হেলপার। একপর্যায়ে সে হাফ ভাড়া দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে বাস চালক ও হেলপার। তখন যাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে দেয় এবং বাস ভাংচুর করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এখন শঙ্কামুক্ত।

কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ বদরুল হাসান বলেন, এ ঘটনায় আমরা দুটি বাস আটক করেছি। এখন মালিক পক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসাথে বসেছে। তারা একসাথে বসে একটা সমাধানে আসবে। মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোচনা শেষে মালিকপক্ষ চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা জরিমানা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্তে আসে।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, ওরা এখন ১০ হাজার টাকা জরিমানা দিয়ে গেছে, দুদিন পর আরো ২০ হাজার টাকা দিবে। বাস থানায় আটক আছে। পুরো টাকা দেওয়ার পর বিষয়টা আপোষ করা হবে। আমরা হাজারীবাগ থানায় ড্রাইভার এবং হেলপারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভিকটিম বাদী হয়ে মামলা করবে।

Bootstrap Image Preview