রাজধানীর মিরপুর ২ নম্বরের মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার বিকেল ৪টার দিকে কমপ্লেক্সটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, বিকাল ৪টার সময় আমারা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ১৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসকর্মীরা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই দেবদাস বলেন, আগুন থানা ভবনের পাশেই লেগেছিল। শপিং সেন্টারের বেজমেন্টের বস্তাগুলো থেকেই আগুন লাগে। বর্তমানে আগুন নেই।