Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আ.লীগ অফিস ভাংচুর মামলায় দুলু'র জামিন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে আওয়ামী লীগের কার্যালয় হামলা-ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (৪ মার্চ) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডলের আদালতে জামিন পান তিনি।

লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ২৯ জানুয়ারি বিলবোর্ড সড়ানোকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার হামলার ঘটনা ঘটে। এতে অফিসটির টিভিসহ আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগে এক লাখ টাকার ক্ষতি দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ।

এ ঘটনায় ২৯ জানুয়ারি রাতে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিএনপির ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই দিন পুলিশ তিন জনকে গ্রেফতার করেন।

এ মামলায় ইতিপূর্বে ২২ জন আসামিকে জামিন দেন আদালত। তবে এ মামলার হুকুমের আসামি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাইকোর্টে ৪ সপ্তাহের অন্তবর্তিকালিন জামিনে ছিলেন। সোমবার সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে দুলু জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

Bootstrap Image Preview