Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিন্দিতে ইমরান খানের টুইট

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে ইমরান খানের প্রচেষ্টা ঘরে বাইরে প্রশংসিত হয়েছে। শান্তি প্রচেষ্টার কথা ভারতবাসীকে জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হিন্দি ভাষার টুইট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ইমরান খানের বক্তব্যটি হিন্দিতে টুইট করে।

ইতিমধ্যে, টুইটারে ইমরানকে নোবেল দেয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে ‘নোবেল প্রাইজ ফর ইমরান খান’ হ্যাশট্যাগ। কিন্তু যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই, তিনিই জানালেন নোবেল পুরস্কারের যোগ্য আমি নই।

সোমবার সকালে এক টুইটবার্তায় ইমরান খান জানান , তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নন। কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে সংকট নিরসন এবং উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি, তারই এই পুরস্কার পাওয়া উচিত।

ইমরান খানের এ কথাটি উর্দু ও ইংরেজিতে তার অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করার পর পরই তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ হিন্দি ভাষায় নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করে।

Bootstrap Image Preview