পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিফ-উল-ইসলাম নুরকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফরিদ আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষক ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আসিফ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুজ্জামান, অর্থসম্পাদক মেহেদী রাহাত মাসুম, প্রচার-সম্পাদক তরিকুল ইসলাম রানা, কার্যকরী সদস্য ফারিহা শারজানা শৈলী, আসমা সাদিয়া শুচি, শাহরিয়ার কবির প্রমুখ।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন- জিইবিটি বিভাগের সহকারি অধ্যাপক ফরহাদ করিম সৈকত, সহকারি পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক নওশীন আমীন শেখ, ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক ফারজানা নাসরিন, ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক দিনালো চাকমা।