Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সভা  

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) উপজেলা প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মামলার বাদী হুমায়ন কবীর মিথ্যা মামলা করেছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে থাকেন।

উল্লেখ্য, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি, এম, আকবর কবীর, সাতক্ষীরা থেকে প্রকাশিত আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু সহ কয়েক ব্যক্তির বিরুদ্ধে নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে রমজাননগর ইউনিয়নের হুমায়ুন কবীর বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মানহানিকর  সি আর ০৬/১৯ নং  মামলা দায়ের করেছেন।

সভায় মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে মঙ্গলবার সকালে মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, স্মারক লিপি প্রদান, ওসির বদলী, শ্যামনগর থানার নিউজ বর্জন।

Bootstrap Image Preview