Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিপিএল টি-টুয়েন্টি টুর্নামেন্ট সেরা ফরহাদ রেজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview


ডিপিএল টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে বিফলে গেছে দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজার ২০ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসটি। উদ্ধোধনি আসরের শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুৃরস্কার জিতে নিয়েছেন ফরহাদ রেজা। 

গ্রুপ পর্বের দুই ম্যাচ এবং সেমিফাই এবং ফাইনালে মোট চার ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। ফাইনাল ম্যাচেও ৪ ওভার বল করে ৩২ রানে নিয়েছিলেন ৩টি উইকেট। আর ব্যাট হাতে চারটি বিশাল ছক্কায় ২০ বলে ৪৫ রানের আক্রমণাত্মক ইনিংস।  তাতেও হয়নি শেষ রক্ষা। শেষ হাসি শেখ জামাল ধানমন্ডির।

পুরো টুর্নামেন্ট ফরহাদ রেজার ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স যথাক্রমে ব্যাট হাতে ১০৭ রান। ব্যাটিং ইনিংস গুলো যথাক্রমে (২+৩৬+২৪+৪৫ = ১০৭)। এদিকে বল হাতে নেন ১১ টি উইকেট।   (১/১৬+ ২/১৮+৫/৩২+৩/৩২ = ১১) 

Bootstrap Image Preview