Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের আরেকটি ড্রোন ধ্বংসের দাবি ভারতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১২:০২ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


আরেকটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে ভারত। দেশটির বিমানবাহিনী এ দাবি জানিয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার রাজস্থানের বিকানেরে নাল সেক্টরে ঢুকে পড়েছিল পাকিস্তানি ড্রোন। এসময় ভারতের সুখোই-৩০ বিমান উড়ে গিয়ে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে দেয়।

এর আগে আজাদ কাশ্মীরের বালাকোটে বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাটের কাছে এসেছিল পাকিস্তানের একটি নজরদারি ড্রোন। তখন ‘স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম’-এর ‘ডার্বি মিসাইল’ ছুড়ে সেটিকে ভূপাতিত করেছিল ভারত।

এদিকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা সোমবার পাক ড্রোন ধ্বংস করার পর নিজেদের কৃতিত্ব দাবি করে জানান, ড্রোন নামাতে সুখোইয়ের মতো যুদ্ধবিমান কাজে লাগানো থেকেই স্পষ্ট, সীমান্তে সামরিক বাহিনী কতখানি সতর্ক।

Bootstrap Image Preview