Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় যবিপ্রবিতে দোয়া মাহফিল

আকতার হোসেন, যবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন, তখন ওবায়দুল কাদেরের মতো একজন 'ডায়নামিক লিডার' তাঁর পাশে খুবই প্রয়োজন। তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, মহান আল্লাহর কাছে এই দোয়া করি।

বক্তব্য শেষে জনাব জনাব ওবায়দুল কাদেরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আকরামুল ইসলাম। 

দোয়া মাহফিলে যবিপ্রবির ফলিত ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো: ওমর ফারুক, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: জাফিরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: নাজমুল হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব এবং বিশ^বিদ্যালয়ের দপ্তর প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   

উল্লেখ, রবিবার (৩ মার্চ) ভোরে হঠাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এরপর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বলে চিকিৎসকরা জানান। 
 

Bootstrap Image Preview