Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ধুনট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ধুনট বাজার এজাদ্দার অফিসের দ্বিতীয় তলায় শিক্ষার্থী ও ক্লাবের কর্মকর্তাদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। 

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কাউন্সিলর সোলাইমান আলীর সভাপতিত্বে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধুনট শের-এ-বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, পৌর ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক চপল মাহমুদ ও ধুনট স্টুডেন্ট ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
 

Bootstrap Image Preview