Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় টেস্টে খেলছেন না সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


বিপিএল ফাইনালে হাতের ইনজুরির কারণে নিউজিল্যান্ডর সফরের দল থেকে ছিটকে যান সাকিব। এরপর পার হয়ে গেছে অনেকটা সময়। হাতের ইনজুরির বর্তমান অবস্থা জানতে নতুন করে এক্স রে করানো হয়েছিল। রবিরার তার রিপোর্ট হাতে এসে পৌছেছে বিসিবির হাতে। 

সেমাবার ডিপিএল টি-টোয়েন্টি ফাইনালে দেখতে মাঠে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, ‘গতকাল (রোববার) ওর এক্স-রে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে কিছু ত্রুটি ধরা পড়েছে। আরো এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ওই সময়ের পর ফিজিওরা ছাড়পত্র দিলে ও অবস্থা ভালো থাকলে সে তৃতীয় টেস্ট খেলবে’

বিশ্বকাপের আগে সাকিবকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নে বোর্ড প্রধান সরাসরি উত্তর দিয়েছেন এভাবে,‘সাকিবকে আগে সুস্থ হতে হবে। যদি সুস্থ হয় তাহলে তো খেলবেই।’

Bootstrap Image Preview