চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে টিপু (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার গভীর রাতে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে। টিপু শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর-পাঁকার বিশ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে। সঙ্গীরা তার লাশ দেশে নিয়ে এলে পরিবার তা দাফন করে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় টিপুসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে যান। রাত ১২টায় সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে টিপু ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য রাখালরা টিপুর লাশ নিয়ে দেশে ফেরেন।
স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য দুরুল হক জানান, বিএসএফের গুলিতে টিপু নামে একজন মারা যাওয়ার কথা শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ভারতের জঙ্গিপুরে বিএসএফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন বলে শুনেছি।