Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিজাত মাইলফলকের সামনে দাঁড়িয়ে ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেট রানের হিসেবে অভিজাত এক মাইলফলকের ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর মাত্র ৩৩ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৯ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন ধোনি। এতে তিনি একদিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গিয়েছিলেন। আজ দ্বিতীয় ওয়ানডেতে ৩৩ রান হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করে ফেলবেন এমএসডি।

তিন ফরম্যাট মিলিয়ে এত রানে পৌঁছনোর কৃতিত্ব ভারতীয়দের মধ্যে শুধু পাঁচ জনেরই রয়েছে। শচীন টেন্ডুলকার (৩৪,৩৫৭ রান), রাহুল দ্রাবিড় (২৪,২০৮ রান), বিরাট কোহালি (১৯,৪৫৩ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫ রান) ও বীরেন্দ্র শেওয়াগ (১৭,২৫৩ রান) হলেন সেই পাঁচজন। ধোনি হতে চলেছেন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার।

Bootstrap Image Preview