Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ জন আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ০.২০ গ্রাম হেরোইন ও ৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (৪ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এ অভিযান চলে মঙ্গলবার (৫ মার্চ) ভোর পর্যন্ত। এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। 

তবে আটকৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview