Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লোহাগড়ায় নতুন ‘অতিথি’

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়ায় নতুন অতিথি ‘কালোমুখি হনুমান’র আগমনে বেজায় খুশি শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ। হনুমানকে দেখার জন্য কুন্দশী সি এন্ড বি চৌরাস্তার পাশে ভীড় করছে সাধারণ মানুষ। দিচ্ছে কালোমুখি হনুমানকে খাবার।

স্থানীয় লোকজন ধারণা করছেন যশোরের কেশবপুরে হনুমানের বিচরণ বেশী। কেশবপুর থেকে খাবারের সন্দানে বাসযোগে যশোর এবং যশোর থেকে বাসে চড়ে লোহাগড়ায় আগমন।

মঙ্গলবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে কুন্দশী সি এন্ড বি চৌরাস্তায় ওই হনুমানটিকে দেখা যায়। এ সময় অনেক উৎসুক জনতা হনুমানটিকে ঘিরে ছিল।

Bootstrap Image Preview