Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘অনুরাগ আমাকে সাতবার নগ্ন করেছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’এ বড় বড় রথী-মহারথীদের ভিড়ে নিজের অবস্থান শক্ত করে আঁকড়ে ধরে ছিলেন কুবরা। এমন প্রতিযোগিতায়ও হারিয়ে যাননি তিনি। রূপন্তরকামী কুক্কু চরিত্রে অভিনয় করে তিনি এখন বলিউডের সবার মুখে মুখে। তবে সাফল্যের এই রাস্তা মোটেও সোজা ছিল না। এই ওয়েব সিরিজের খাতিরেই ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। তবে একবার নয়, সাত সাতবার!

যদিও চরিত্রের প্রয়োজনে নগ্ন হওয়া, এখন সিনেমা দুনিয়ায় নতুন কিছু নয়! তবে সাহস চাই আজও তীব্র। যেকারণে সাহসের আখের জোগাতে শটের আগে কুবরাকে হুইস্কি দেওয়া হত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “একটি নগ্ন দৃশ্যের জন্য আমাকে সাতবার টেক দিতে হয়েছিল”। নায়িকার কথায়, “প্রতিবার আনুরাগ বলতেন, ‘আমি জানি তুমি আমার উপর রেগে যাচ্ছ। কিন্তু রাগ কোরো না প্লিজ। আবার শটটা দিতে হবে।”

তবে অডিশনের সময়ই কুবরাকে বলা হয়েছিল যে, ক্যামেরার সামনে তাঁকে সম্পূর্ণ নগ্ন হতে হবে। তবে অনুরাগ তাঁকে আশ্বাস দিয়েছিলেন, নগ্নতার নান্দনিকতা বজায় রেখেই দৃশ্যটি শুট করা হবে।অনুরাগের পাশাপাশি সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। তবে অনুরাগের পাল্লায় পড়ে বেশ কষ্ট করতে হয়েছে কুবরাকে। এর তবে ফলও ভাল পাচ্ছেন তিনি।

ইতিমধ্যে তর্ক-বিতর্কে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর সংলাপ বলায় অভিযোগ দায়ের হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত সইফ আলি খান। রয়েছে রাধিকা আপ্তেও।

এরআগে ‘রেডি’ ও ‘সুলতান’-এ ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন কুবরা। তবে পরিচিতি তাঁকে এনে দিল ‘সেক্রেড গেমস’। উজ্জ্বল তারাদের মাঝে তিনি বেশ জ্বলজ্বল করছেন।

Bootstrap Image Preview