শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১ বছর ধরে অচল থাকা শাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পরবর্তীতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক নাযিরুল আজম বিশ্বাসের পরিচালনায় ও আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য মো. মঈনদ্দিন মিয়া, তৌহিদুজ্জামান জুয়েল, কর্মি সদস্য ইউশা রশিদ ইফাজ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২১ বছর ধরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের প্লাটফর্ম হিসেবে পরিচিত শাকসু ও হল ছাত্র সংসদকে অচল করে রাখা হয়েছে। আজ এটা দিনের আলোর মত সত্য যে বিভিন্ন সময়ে ছাত্র স্বার্থবিরোধী সিদ্ধান্ত, নীতিমালা বা কৌশলপত্র বাস্তবায়নের লক্ষ্যেই একে অচল করে রাখা হয়েছে।
দফায় দফায় বেতন ফি বা ক্রেডিট ফি বৃদ্ধি, বিভিন্ন স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক নিয়ম চালু এবং শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিক ও বেসরকারিকরণের জন্য ইউজিসি ও বিশ্বব্যাংকের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা প্রশাসনগুলোর উদ্দেশ্যকে প্রতিফলিত করে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা এখনো বাতিল হয়নি বিপরীতে শিক্ষার্থীদের নানামুখী রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চায় বাধা সৃষ্টি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
বক্তারা আরো বলেন, শাবিকে সত্যিই উন্নত একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হলে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে একটি উন্নত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নির্মাণ করতে হবে।
এরপর আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্রের নেতৃত্বে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবি আদায়ের সূতিকাগার শাকসু’র নির্বাচন অতিসত্ত্বর দিয়ে দেয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের নিকট।