Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত হয় এবং একইসাথে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। তবে খেলা চলাকালীন যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

এ দিকে ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব চৌধুরী সউদ-বিন-আম্বিয়া জানান, এ বছর মোট ২১টি ইভেন্টে ২৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাছাড়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরো ১৩টি ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শেষদিন (বুধবার) বিকাল সাড়ে ৪টায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সদস্য সচিব চৌধুরী সউদ-বিন-আম্বিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Bootstrap Image Preview