Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারের কয়েদীর মৃত্যু

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০১:২০ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী আজম (৩০) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান, হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার।

নিহত মো.আলী আজম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর এলাকার মো.আবু তাহেরের ছেলে ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদী ছিলেন। তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন। 

কারাগারের সিনিয়র জেল সুপার মো.কামাল হোসেন বলেন, অসুস্থ হয়ে কারাগারের হাসপাতালে ভর্তি ছিলেন আলী আজম। শারীরিক অবস্থা খারাপ হলে সোমবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে আলী আজমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Bootstrap Image Preview