Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তর কোরিয়ার উপর ফের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


পারমাণবিক কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়া ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (০৫ মার্চ) ফক্স গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ হুঁশিয়ারি দিয়েছেন। 

তিনি বলেন, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প-কিমের বৈঠকের পর এখন দেখা হবে কোরিয়া তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারমাণবিক সম্পর্কিত সকল কার্যক্রম স্থগিত করে কিনা।  

‘যদি তারা সেটা না করে, তাহলে তারা তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাচ্ছে না বলেই সুস্পষ্ট ধারনা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং সেক্ষেত্র আমরা নিষেধাজ্ঞা আরোপের কথাই ভাববো।’

ফেব্রুয়ারির ২৭ ও ২৮ তারিখে ট্রাম্প কিমের বৈঠকে পারমাণবিক কর্মসূচি অপসারণের কথা বলেছিল ট্রাম্প। এই অপসারণের বিষয়টিই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করবে।

অন্যদিকে মঙ্গলবার দুই মার্কিন বিশেষজ্ঞ ও  দক্ষিণ কোরিয়ার নিউজ এজেন্সি ইয়ানহোপের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে ট্রাম্প-কিমের প্রথম বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্ত  প্রতিশ্রুতির পরেও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র পুনরায় চালু করেছে দেশটি।

মার্কিন বিশেষজ্ঞ জেনি টাউন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, স্যাটেলাইটে পাওয়া ছবি থেকে জানা যায়, ফেব্রুয়ারির ১৬ থেকে মার্চের ২ তারিখের মধ্যবর্তী সময়ে আরেকটি পারমাণবিক উৎক্ষেপণ প্যাডের নির্মাণ করেছে উত্তর কোরিয়া।

Bootstrap Image Preview