Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশেষ সম্মাননা পাচ্ছেন মমতাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


বিশেষ সম্মাননা পাচ্ছেন বাউল সংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ। বেসরকারি চ্যানেল আরটিভির উদ্যোগে ‘আলোকিত নারী ২০১৯’ সম্মাননা দেওয়া হচ্ছে এই অভিনেত্রী ও সংগীতশিল্পীসহ মোট ৮ জন নারীকে।

৮ মার্চ বিশ্ব নারী দিবসের সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। এমনটাই নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

তিন দশক ধরে বাউল গান করছেন মমতাজ। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের ক্যারিয়ারে ৭০০-এরও অধিক গান রেকর্ড করেছেন।

মমতাজ বেগম শুধু গান গেয়েই মানুষের মন জয় করেননি, এবারসহ টানা ৩ বার তিনি জাতীয় সংসদে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হোন মমতাজ। ২০১৪ আর ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।

Bootstrap Image Preview