Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারযাত্রী নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


সিলেট তামাবিল মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় ঢাকা থেকে আসা জাহিদ হোসেন (৩১) নামের এক (প্রাইভেটকারযাত্রী) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ প্রাইভেটকারে থাকা অপর তিন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাটের 'বাঘের সড়ক' এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টে গিয়ে হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ রাজধানী ঢাকার তুরাগ থানার যাত্রাবাড়ির উত্তরা ১৪নং সেক্টরের বাইল ঝুড়ি এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

সিলেট হাইওয়ে পুলিশের কর্তব্যরত অফিসার মাসুক আহমদ বলেন, সিলেট তামাবিল সড়কে বুধবার সকাল ৭টার দিকে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রোঃ গ-২৯-০১৩০)নিয়ন্ত্রণ হারিয়ে বাঘের সড়ক এলাকার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে সড়কের পাশ্বে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রি জাহিদ হোসেন মারা যায়। চালকসহ প্রাইভেটকারে থাকা অপর তিন ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।

আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার শিকার প্রাইভেটকারটি দুমরে যায় বলে জানান তিনি।

Bootstrap Image Preview