Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৩২ কোটি টাকার গাড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview


একটা গাড়ির দাম ১৩২ কোটি টাকা! দাম শুনলেই চমক উঠতে হয়। ঘন কালো গাড়ির শরীর, চকচকে, মসৃণ। গোটা ব্যাপারাটই যেন ভাবনার ঊর্ধ্বে! সম্প্রতি জেনেভায় হওয়া এক গাড়ির প্রদর্শনীতে আত্মপ্রকাশ করল বুগাটি-র এই নতুন গাড়ি।

শুধু লুকে নয়, গাড়ির নামেও রয়েছে অভিনবত্ব। বুগাটির এই গাড়ির নাম ‘লা ভোইচার নোয়া’! ঠিক যেন সিনেমার ধারা নোয়া থেকে ডার্ক থিমকে বেছে নিয়ে তৈরি হয়েছে এই গাড়ি।

নতুন এই গাড়ির লুকটা একেবারেই অভিনব। একেবারে ফিল্মি স্টাইল। দেখলেই মনে হবে যেন গ্রাফিক নভেল থেকে বেরিয়ে এসেছে।

তবে ভাবছেন এত দাম দিয়ে কারা কিনবেন এই গাড়ি? তাহলে জানিয়ে রাখি ইতিমধ্যেই চারটি গাড়ি বিক্রি হয়ে গেছে বিশ্বের চারকোণায়!

Bootstrap Image Preview