Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview


'সোনালী আশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ' স্লোগান ও 'বহুমুখী পাট পণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের উদ্যোগে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বরে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমগ্র বাংলাদেশে পাট অধিদফতরের ১৮টি আঞ্চলিক অফিস, ৪৩টি মুখ্য পরিদর্শকের কার্যালয় ও ৭৯টি পরিদর্শকের কার্যালয় রয়েছে। পাট খাতকে নিরাপদ, শক্তিশালী ও প্রতিযোগিতায় সক্ষম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে পাট মন্ত্রণালয়।

পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, সহকারী পুলিশ সুপার মো: রেজাউল হক, চট্টগ্রাম অঞ্চলের পাট কর্মকর্তা পার্থ সারথী মুৎসুদ্দীসহ সরকারী বেসরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview