Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারী দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview


প্রতিবছরের মতো এবারও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার জন্য ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করেছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত চিকিৎসাসেবা।

হেলথ ক্যাম্পে বিভিন্ন বয়সের নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ শারমীন সালাম ও হাসিনা বেগম, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ পারভীন সুলতানা, মেডিসিন বিশেষজ্ঞ আফসানা রহমান, ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন মিথিলা কর্মকার, কার্ডিওলজিস্ট সানিয়া হক এবং ডেন্টাল সার্জন সোহিনী নয়না তাহের ও ফারজানা আখতার।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য সমাজিক দায়বদ্ধতার কাজ করা। বিশেষ বিশেষ দিনে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের পাশাপাশি কনসার্টের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা প্রদানসহ প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেলিমেডিসিন সেবা চালিয়ে যাচ্ছে।

ক্যাম্পে নারীদের জন্য হাসপাতালের পক্ষ থেকে সব পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া পুরো মার্চ মাসজুড়ে ম্যামোগ্রাফি ও বিএমডিতে এই ছাড় থাকবে।

বিনা মূল্যে নিবন্ধনের জন্য ফোন নম্বর: ০১৮৪১৪৮০০০০ ও ০৯৬০৬১১১২২২।

Bootstrap Image Preview