Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নৌকায় ভোট চাওয়ায় লালমনিরহাটে বিএনপির ২ নেতাকে শোকজের সিদ্ধান্ত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৩৪ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৩৪ AM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি'র দুই সহ-সভাপতিকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

বুধবার (৬ মার্চ) দুপুরে এক বৈঠকে শোকজের সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি। তারা হলেন, আদিতমারী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী এবং অপর সহ সভাপতি বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।

লালমনিরহাট জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, দলীয় শৃঙ্খলা ভেঙ্গে আদিতমারী উপজেলা বিএনপি'র দুই সহ-সভাপতি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন বলে অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় গেছে। কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে কথা বলে অভিযুক্তদের এ বিষয়ে শোকজ করার সিদ্ধান্ত গ্রহন করে জেলা বিএনপি। এ বিষয়ে অভিযুক্ত নেতাদের ঠিকানায় দ্রুত শোকজের চিঠি পাঠাতে দফতর সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে। শোকজের সন্তোষজনক জবাব না পেলে দলের বিধিমতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

Bootstrap Image Preview