Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীর সাত উপজেলায় ২০জনের মনোনয়ন বাতিল 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১১:১২ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


পটুয়াখালীর সাত উপজেলায় ৮০ জন প্রার্থীর মধ্যে ২০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।  

বুধবার (৬ মার্চ) পটুয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল উপজেলার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের ফল ঘোষণা করা হয়। এসময় জেলার ৭টি উপজেলার চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ২০জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা জেলা প্রশাসন। ফলে এ সাতটি উপজেলায় এখন বৈধ প্রার্থীর সংখ্যা মোট ৬০জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৪জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ২০জন

বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছে সদর উপজেলায় মহিলা ভাই চেয়ারম্যান ১জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২জন। বাউফলে চেয়ারম্যান পদে ২জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১জন। মির্জাগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১জন। দুমকী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৩জনেরই মনোনয়ন বাতিল হয়েছে এবং পুরষ ভাইস চেয়ারম্যান পদে বাতিল হয়েছে ১জন। কলাপাড়ায় ২জন চেয়ারম্যান, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান ও ৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর সবই বৈধ হয়েছে। গলাচিপায় মাত্র ১জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া দশমিনা উপজেলায়  চেয়ারম্যান পদে বিএনপির ১জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান। 

র্নিবাচন কমিশনারে তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ পটুয়াখালীর সাতটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview