Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে ভাইপোর ইটের আঘাতে চাচা নিহত

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:১২ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview


নড়াইলের কালিয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাইপোর সাথে কথাকাটির এক পর্যায়ে ইটের আঘাতে চাচা আনিস মোল্যা (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ,কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় আনিস মোল্যা তার ভাইপো সোহাগ মোল্যার (২৫) কাছে চাসহ অন্যান্য মালামাল বিক্রির বাকি টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাইপো সোহাগ চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর আহত আনিসকে প্রথমে কালিয়া হাসপাতালে পরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে  অবস্থার আরো অবনতি হলে সকালে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।

এ দিকে কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন  বলেন, সোহাগকে আটকের চেষ্টা চলছে। 

Bootstrap Image Preview