Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ইব্রাহিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের সদরঘাটে ইব্রাহিম হত্যা মামলার মূল হোতা মো. আল আমিন ভুলুকে (২৪) গ্রেফতার করেছে পু্লিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে কর্ণফুলী থানাধীন ব্রিজঘাট মাদ্রাসাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন ভুলু শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন মোল্লাকান্দি এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, গত ২৩ ফেব্রুয়ারি সদরঘাটের সাহেবপাড়া কলাবাগান মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধে সৃষ্টি হয়। এসময় ভুলুর ছুরিকাঘাতে মৃত্যু হয় ইব্রাহিমের।

এ ঘটনায় কয়েকজন আসামি গ্রেফতার হলেও পলাতক ছিলেন মূল হোতা আল আমিন ভুলু। তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

সদরঘাট থানার ওসি নিজাম উদ্দিন জানান, হত্যার শিকার মো. ইব্রাহিম পেশায় ট্রাকের হেলপার ছিলেন।

Bootstrap Image Preview