Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা নাও হতে পারে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৭:৫২ PM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে শুক্রবার ভোরে মাঠে নামবে টাইগাররা। কিন্তু এই খেলা নিয়ে জেগেছে সংশয়। কারণ ওয়ালিংটনে টেস্টের প্রথম দিন শতভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওয়ালিংটনের আবহাওয়ার পূর্বাভাসে দেখানো হয়েছে খেলার প্রথম ও দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যেতে পারে।এমন অবস্থায় টিম ম্যানেজমেন্ট সহ দুই দলের খেলোয়াড়ের কপালে এখন চিন্তার ভাজ।

প্রকৃতি যদি সহায় হয় তাহলে বৃষ্টির ফাঁকে খেলা শুরু হতে পারে। প্রথম দুই দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও  শেষের দুই দিন রোদের আলো থাকবে। 

এক দিকে বৃষ্টি অন্য দিকে ঝড়ো বাতাস প্রতিকূল আবহাওয়ার মাঝেই সিরিজ বাঁচানোর লড়াইয়ে ৮ মার্চ বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে নামবে টাইগাররা। 


 

Bootstrap Image Preview