Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশ্বনাথে আলোচনা সভা

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের পরিচালায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মোহাইমিন চৌধুরী, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন, বিশ্বনাথ মডেল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্স।

অনুষ্ঠানে বিজয়ী বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোছা. রূপালী বেগমের হাতে ১ম পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। 
 

Bootstrap Image Preview