Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুপুরে অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানোর লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


শুক্রবার (৭ মার্চ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচিতে তৃতীয় ওয়ানডেতে দুপুর ২ টায় মাঠে নামছে ভারত। এটি অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানোর লড়াই। তবে আজ ভারত সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ভারতীয় দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এই ম্যাচের আগে স্কোয়াডে যোগ দিয়েছেন ভুবনেশ্বর কুমার। তবে একমাত্র মোহম্মদ শামিকে বিশ্রাম দিতে না চাওয়া হলে বুমরা-শামি জুটি এখনই ভাঙা হবে বলে মনে করা হচ্ছে।

তবে তিন সিমারে খেলতে চাইলে কোপ পড়তে পারে রবীন্দ্র জাদেজার উপর। রাঁচিতে সেই সম্ভাবনা নেই বললেই চলে। শিখর ধাওয়ানের অফ ফর্ম ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সিরিজের নির্ণায়ক ম্যাচেই তাঁর বদলে কেএল রাহুলকে খেলানোর সম্ভাবনাও কম। 

দারুণ প্রাধান্য নিয়ে টি২০ সিরিজ জেতার পর প্রথম দুই ওডিআই ম্যাচে ফের ছন্দ হারিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরে অবশ্য শেষ ওভার পর্যন্ত তারা লড়াইতে ছিল। আরেকটি ইতিবাচক দিক রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক ফিঞ্চ। তবে সিরিজে টিকে থাকতে গেলে তাদের এই ম্যাচ জিততেই হবে। বোলিং নিয়ে চিন্তা নেই, কিন্তু ব্যাটিং-এর ক্ষেত্রে ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনারদের জবাব দেওয়ার কোনও পথ তাদের শীঘ্রই খুঁজে বের করতে হবে। 

Bootstrap Image Preview