Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


মাদারীপুরের শিবচর ও কালকিনি উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই জন চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সামসুদ্দিন খান ও ভাইস চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় পার্টি প্রার্থী হুমায়ন কবির এর প্রার্থীতা যাচাই বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পরে তিনি আপিল করেন নাই। এর ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর গোলাম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে দুই জন চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview