Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সদরঘাটে নৌকাডুবি: ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার সদরঘাট আসছিলেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হয়। 

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ২য় পর্যায়ের উদ্ধার অভিযান এক নারীর লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যদিকে নিখোঁজ রয়েছেন আরও ৫জন।

গত রাতের ঘটনার পরেই তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত ২টার পর উদ্ধার অভিযান শেষ করা হয়।

এদিকে পুনরায় শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ২য় পর্যায়ের উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে।

নৌকাডুবির ঘটনায় নিখোজদের মধ্যে তিনজনই শিশু। এছাড়া লঞ্চটির ধাক্কায় গুরুতর আহত পরিবারের আরেক সদস্য শাহজালালকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থেকে নৌকা করে সদরঘাট টার্মিনালে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালগামী সুরভী ৭ লঞ্চের পেছনে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ পরিবারটি লঞ্চে উঠার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

Bootstrap Image Preview