Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যাক ধোনি: গাঙ্গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


২০০৪-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। সৌরভ এখন প্রাক্তন। ধোনিও কেরিয়ারের শেষ লগ্নে। সকলের ধারণা বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নেবে তিনি। তবে অনেকেরই এই ধরণের চিন্তা ধারাকে একবারেই সমর্থক করছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত। ম্যাচটি আয়োজিত হয়ে মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠ রাচিতে। এই ম্যাচটিই রাচির জেএসসিএ স্টেডিয়ামে ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার জল্পনা রয়েছে। কারণ বয়সের ভাড়ে বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

ধোনি নিজের অবসর প্রসঙ্গ নিয়ে কোনো কথাই বলেননি। এ বিষয় নিয়ে গাঙ্গুলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বিশ্বকাপের পরে ধোনি খেলা চালিয়ে যেতেই পারে। ভারত যদি কাপ জেতে এবং ধোনি যদি ধারাবাহিক ভাবে পারফর্ম করে যায়, তা হলে কেন অবসর নিতে যাবে। প্রতিভা যদি থাকে তা হলে বয়স কোনও ফ্যাক্টরই নয়।’’

Bootstrap Image Preview