Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারী দিবসে প্রিয়াঙ্কার খোলা চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে সারা বিশ্বজুড়ে চলছে নানা আয়োজন। পিছিয়ে নেই বলিউডও; নানা আয়োজনে বলিউডেও দিনটি পালিত হচ্ছে।

আজকের এই দিনটি উপলক্ষ্যে নারীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা তার চিঠিতে নারীদের সমাজের সমস্ত বাঁধাধরার ছাচক বদ্ধতা ভেঙে ফেলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই বিশেষ দিনটি নারী শক্তির সেলিব্রেশনের দিন বলে তিনি উল্লেখ করেছেন।

প্রিয়াঙ্কা মনে করেন, জীবনে এমন কোন দায়িত্ব নেই, যা নারীরা পালন করতে পারেন না। হোক সে মা, স্ত্রী, মেয়ে কিংবা বোন সব দায়িত্ব পালনেই তারা পটু। পৃথিবীতে নারীদের এই গুরুত্বের কথা মনে রেখেই আজকের এই দিনটিকে উদযাপন করা উচিত বলে মনে করেন প্রিয়াঙ্কা।

এ ছাড়াও এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ একটি ডেটিং অ্যাপের খোঁজও দিয়েছেন যেখানে নারীরা তাদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারেন।

Bootstrap Image Preview