Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নদী দখলের জন্য নয়: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

জাহিদুল ইসলাম রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


নদী দখলের জন্য নয়। উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে। শুধু তৃতীয় সমুদ্র বন্দর নয়, দেশে আরো সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি।

আজ শুক্রবার (৮র্মাচ) বেলা সাড়ে ১২টায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিবসহ জেলা ও উপজেলা প্রশসনের কর্মকর্তারা।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে দেশের নদীগুলোকেও হত্যা করা হয়েছিলো। আর ক্ষমতায় টিকে থাকতে একটি মহল দখল শুরু করে। যা বর্তমান প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে একমাত্র নৌ-পথকেই সচল রাখতে হবে। আর পায়রা বন্দরের সুফল দেশের উত্তর অঞ্চলের মানুষও ভোগ করবে।

বন্দরের উন্নয়ন কাজে সন্তোস প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার  ৫০ বছর উদযাপন পায়রা বন্দরকে কেন্দ্র করেই করা হবে।

পরে তিনি বন্দরের র্নিমাধীন সার্ভিস জেটিসহ মূল বন্দর এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে বন্দরের সন্নিকটে ধানখালীর নিশানবাড়িয়ায় র্নিমানাধীন ২৬৪০ মেঘাওর্য়াট তাপ বিদ্যুৎকেন্দ্রর কাজের পরিদর্শন করেন। পরে শেখ কামাল অডিটরিয়ামে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সম্বর্ধনায় তিনি অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview