Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চোখবিহীন এই অদ্ভুত জীবটি কি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


অ্যান্ড্রু রোজ অস্ট্রেলিয়ার নর্থ টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে মাছ ধরছিলেন। হঠাৎ পানিতে এমন একটা মাছ উঠল, যা দেখে চমকে উঠলেন তিনি।

বিরল প্রজাতির মাছটিকে দেখে প্রথমে অ্যান্ড্রু বুঝেই উঠতে পারেননি এটা মাছ, নাকি অন্য কিছু! পরে তিনি এটিকে ছেড়ে দেন।

মাছের মতো দেখতে ওই প্রাণীটি দেহ প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা। কালো রঙের লিকলিকে দেহের ওই প্রাণীর মুখটা চ্যাপ্টা। তবে মুখে না আছে কোন চোখ, না আছে মুখগহ্বর! অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু রোজের বড়শি মধ্যে বিঁধেছিল সেটি।

অ্যান্ড্রু জানিয়েছেন, এ রকম জীব তিনি আগে কখনও দেখেননি। মাছটিকে পরে হুক থেকে আলাদা করে ফের তাকে পানিতে ছেড়ে দেন তিনি৷ তবে আজব এই প্রাণীটির ছবি তুলে রাখতে ভোলেননি অ্যান্ড্রু৷

ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হয়েছে অদ্ভুত দর্শন ওই প্রাণীটির ছবি। অ্যান্ড্রুর পোস্টেই অনেকে মাছটি সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন।

কেউ লিখেছেন, ‘এই মাছটি ক্ষতিকর নয়। কাঁচের মতো স্বচ্ছ দাঁত আছে এদের।‘ কেউ লিখেছেন, ‘এদের চোখ নেই। এরা কাদার ভিতর থাকে। তাই এদের খুব একটা দেখা মেলে না।‘

Bootstrap Image Preview