Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে নারী উন্নয়ন মেলার উদ্বোধন

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর ধুনট শাখার আয়োজনে এ মেলা চলবে ৯ মার্চ (শনিবার) পর্যন্ত।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিন নাহার, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহার আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম, অফিস সহকারী রকিবুল ইসলাম ও টিএমএসএস ধুনট শাখার প্রোগ্রাম কর্মকর্তা  (সোশ্যাল) মোরশেদা হক মুকুট মনি প্রমুখ।

Bootstrap Image Preview