Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় দিনে মাঠে বল গড়াতে দিল না বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:০০ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মুখোমুখি হয়েছে টাইগাররা। বৃষ্টির বাঁধার প্রথমদিনে দিন একটি বলও মাঠে গড়িয়েছিল না। আজও এর মধ্যেই বৃষ্টিতে পন্ড হয়েছে প্রথম দুই সেশনের খেলা। 

তবে বাংলাদেশ সময় ৮ টার পর ওয়েলিংটনে বৃষ্টির থামায় প্রথম বারের মতো বেসির রিজার্ভের উইকেট থেকে কভার সড়ানো হয়েছিল। এর শুরু হয়েছিল মাস প্রস্তুত করার কাজ। ৮.৪৫ মিনিটে আরেক দফায় পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণে যান দুই আম্পায়ার পল রেইফেল এবং রুচিরা পাল্লিয়াগুরুগে। 

তবে তাদেরে মাঠ পর‌্যবেক্ষন করে যাওয়ার কিছু পরেই আবারো মুষল ধারে বৃষ্টি নামে। এরপরই দুই আম্পায়ার দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত বলে ঘোষণা দেন। 

তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আছে নিউজিল্যান্ড। 

Bootstrap Image Preview