Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্থের প্রলোভনে নয়, নিরাপত্তা পেলে ফিরে যাবেন রোহিঙ্গারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


চীন সরকারের এশিয়াবিষয়ক দূত সান গুঝিয়াংয়ের অর্থ সহায়তার প্রতিশ্রুতিকে অপকৌশল বলে উল্লেখ করেছেন রোহিঙ্গা নেতারা।

সম্প্রতি সান গুঝিয়াং বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি হলে প্রত্যেক পরিবারকে ৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা) অর্থ সহায়তা দেয়া হবে। 

এ ব্যাপারে রোহিঙ্গা নেতারা বলেছেন, টাকার প্রলোভনে নয়, তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত হলে এবং বাড়িঘর, জমিজমা ও সম্পদ ফিরিয়ে দিলে তারা স্বেচ্ছায় ফিরে যাবেন।

সান গুঝিয়াং গত ৩ মার্চ কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) মহাসচিব সায়েদ উল্লাহ এ খবর জানান। 

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ৫ থেকে ৬ হাজার ডলার দিলে আমরা মিয়ানমার ফিরে যাব কিনা সে বিষয়ে তারা জানতে চেয়েছিলেন।

আমরা বলেছি- মিয়ানমার সরকার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত হলে স্বেচ্ছায় ফিরে যাব। যদিও এ বিষয়ে রাজধানী ঢাকার চীনা দূতাবাস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ময়নারঘোনা ক্যাম্পের রোহিঙ্গা নেতা হামিদ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

Bootstrap Image Preview