Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারী দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন, এম.কিউ হোসাইন বুলবুল, সদস্য মনির মোল্যা, আজিজুর রহমান, থানার এস.আই স্বপন কুমার প্রমূখ।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সবাই মিলে নতুন কিছু করতে হবে। নারী-পুরুষ সম্মিলিতভাবে দেশ গড়তে হবে। দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রেখেছেন। 

Bootstrap Image Preview