Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে চিহ্নমেলা শুরু সোমবার

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


বাংলা সাহিত্য বিষয়ক ছোট কাগজ চিহ্ন'র আয়োজনে চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে ২ দিনব্যাপী চিহ্নমেলা চিরায়তবাংলা। সোমবার (১১ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে এ মেলা শুরু হবে। 

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যায়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিহ্নপ্রধান ড. শহীদ ইকবাল। 

সংবাদ সম্মেলনে ড. শহীদ ইকবাল বলেন, সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত কথাশিল্পী দেবেশ রায়। মেলায় ভারতের আরেক প্রখ্যাত লেখক প্রভাত চৌধুরী উপস্থিত থাকবেন। মেলায় বাংলাদেশের ৯৫টি এবং ভারতের ৩০টি বাংলা সাহিত্য বিষয়ক ছোট কাগজ, লেখক, পাঠক ও সম্পাদকরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন খ্যাতিমান লেখকরা সাহিত্যের বিভিন্ন বিষয়ে বক্তৃতা করবেন।

সম্মেলনে তিনি আরও বলেন, মেলায় সৃজনশীল ও মননশীল এই দুইটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। লেখক সরকার মাসুদকে সৃজনশীল ও হোসেনউদ্দীন হোসেনকে মননশীল লেখনীর জন্য চিহ্ন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

এছাড়াও মেলায় অংশ নেওয়া দুই বাংলার ছোট কাগজগুলোর মধ্যে আটটি কাগজের সম্পাদককে সম্মাননা প্রদান করা হবে। 

সংবাদ সম্মেলনে রাবির বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শহীদ ইকবাল, সাইদুল আম্বিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল ফজল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর এ মেলার আয়োজন করে আসছে ছোট কাগজ চিহ্ন। 


 

Bootstrap Image Preview