Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবীনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হাশেম (২২) মিয়াকে আটক করা হয়েছে।

এদিকে আজ শনিবার সকালে  উপজেলার বগডহর গ্রামের স্বামীর বাড়ি থেকে রিতার (১৯) মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে নবীনগর উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেমের সঙ্গে একই উপজেলার ধোপাকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিতার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। এ কলহের জেরে শুক্রবার দিবাগত রাতে রিতাকে শ্বাসরোধ করে হত্যা করে হাশেম।

নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হাশেমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Bootstrap Image Preview