Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলেজে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রভাষকের মৃত্যু

সোহেল রানা, হিলি প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার পারভেজ (৩৫) নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের রানীগঞ্জ বাজারে ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার পারভেজ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাগুরা গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিভাগের প্রভাষক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, আজ সকালে প্রভাষক আনোয়ার পারভেজ কলেজের যাওয়া পথে রানীগঞ্জ বাজারে ব্রাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে আনোয়ার পারভেজ ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview