Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন বছর বয়সে সুরা ফাতিহা শিখেছেন তামিম ইকবালের ছেলে আরহাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview



২০১৩ সালের ২২ জুন বান্ধবী  আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন টাইগার দলের অপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল । সংসার জীবনের তিন বছর পর তাদের ঘরে আসে এক রাজপুত্র। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে আরহাম।

দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গিয়েছে আরহামের বয়স। এই বয়সেই সুরা ফাতিহা শিখে ফেলেছে আরহাম।
সম্প্রতি ইনস্টাগ্রামে তামিমপত্নী একটি ভিডিও পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ছেলেকে সুরা ফাতিহা শেখানোর সেই ভিডিও পোস্ট করে তামিমপত্নী ক্যাপশনে লিখেছেন- ‘আল্লাহুমা বারিক লাহু।’

Bootstrap Image Preview