Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিঞ্চের আউট নিয়ে বিতর্কের ঝড় 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৫:৩৭ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রলিয়াকে ডেকে এনে নতুন বিতর্কের জন্ম দিলো ইন্ডিয়া। সিরিজ জয়ের  ম্যাচে অজিদের কাছে ৩২ রানে হেরেছে বিরাটরা। কিন্তু আলোচনায় নেই বিরাটদের হার। সব কিছু ছাপিয়ে গিয়েছে  অ্যারন ফিঞ্চের এলবিডব্লিউ আউট।

এই দিন প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংইয়ে আমন্ত্রণ জানায় ভারত। অজি দুই অপেনার ফিঞ্চ ও খাজার ব্যাটিংইয়ে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বোলারলা। 

খেলায় তখন  ৩২ তম ওভারে। কোনো উইকেট না হারিয়েই অজিদের সংগ্রহ ১৯৩ রান। ওপেনার অ্যারন ফিঞ্চ ক্রিজে ছিলেন ৯৩ রান করে। বোলিংয়ে ছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব।

কুলদীপ যাদবের একটি বল মিডল ও অফ স্টাম্পের মাঝে পড়ে আঘাত হানে অ্যারন ফিঞ্চের প্যাডে।  লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর রিভিউ নেন অ্যারন ফিঞ্চ। রিভিউতে বল ট্র্যাকিং বলের পিচিং শনাক্ত করে লেগ স্টাম্পের লাইনে। বল ট্র্যাকিংয়ের এমন ভুলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। 

ফিঞ্চের এমন এলবিডব্লিউ আউট দেখে   নিউজিল্যান্ডের  ক্রিকেটার জিমি নিশাম তার টুইটে লিখেন, “আমরা কি এই ঘটনাটা এড়িয়ে যাচ্ছি যে বল ট্র্যাকিং তার পিচিং বাস্তবতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেখিয়েছে? আমি দেখেছি এটি মিডলে পিচ করেছে। এমন কি হতে পারে মিডল কিংবা অফের মাঝে। কিন্তু বল ট্র্যাকিং দেখাচ্ছে এটি লেগে পিচ করেছে। তবুও আউট কিন্তু বেশ অদ্ভুত!

অ্যারন ফিঞ্চের সেই আউট দেখতে এখানে ক্লিক করুণ......

 

Bootstrap Image Preview