Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


ভারতের উত্তরপ্রদেশের মুজাফফর নগরে অস্ত্রের ভয় দেখিয়ে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাঠের মধ্যে ওই কিশোরীকে ধর্ষণ করেছে চার যুবক।

পুলিশ বলছে, গত শুক্রবার মনসুরপুরগ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটেছে। গরুর জন্য ঘাস কাটতে শুক্রবার মাঠে গেলে তাকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে, ওই চার যুবক এসে কিশোরীকে ধরে নিয়ে আখের জমিতে যায়। চিৎকার করলে কিংবা কাউকে এ ব্যাপারে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে মর্মেও উল্লেখ রয়েছে।

পুলিশ বলছে, অভিযান চালিয়ে অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। তারা সবাই পলাতক রয়েছে। তবে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

Bootstrap Image Preview